1. [email protected] : Administrator :
  2. [email protected] : facfltd :
চট্টগ্রামে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ - Ekattor Bangladesh TV
May 22, 2025, 6:10 pm

চট্টগ্রামে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Saturday, April 23, 2022
  • 301 Time View

চট্টগ্রাম নগরীর আকবরশাহ টোলরোড এলাকা থেকে ডাকাতির প্রস্ততি নেওয়ার সময় ৩ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

 

শুক্রবার (২২ এপ্রিল) রাত ৩টা ২০ মিনিটে আকবরশাহ এলাকার লতিফপুর টোল রোডের জেএমসি পেট্রোল পাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

 

গ্রেপ্তাররা হলেন- সাহেদ হোসেন অরফে টিটু (২৪), মোহাম্মদ জাহিদ হোসেন অরফে শাকিল (২২) ও শাহেদ আজগর অরফে হীরা (২৪)। তারা তিনজনই বর্তমানে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বসবাস করেন।

 

 

সূত্র জানায়,টোল রোড এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ তাদের আটক করে। আটকের আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের আরও ৪ সদস্য পালিয়ে যায়।

 

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন বলেন, ‘টোল রোড এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে কয়েকটি দেশিয় তৈরি এলজি বন্ধুক, দুই রাউন্ড কার্তুজ, একটি টিপ চোরা, একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পলাতক চার জনকে গ্রেপ্তারের জন্য আমরা অভিজান চালাচ্ছি।

 

 

 

 

 

 

 

 

প্রসঙ্গত, প্রধান আসামি সাহেদ হোসেন অরফে টিটুর বিরুদ্ধে ৫টি ডাকাতির মামলা রয়েছে। এছাড়াও গ্রেপ্তার হওয়া বাকি ডাকাত দলের সদস্যরা আকবর শাহ ও সীতাকুণ্ডের বিভিন্ন এলাকার মহাসড়কে ডাকাতি করতো। তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির মামলা করা হয়েছে।.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV