1. [email protected] : Administrator :
  2. [email protected] : facfltd :
মসজিদে মুসল্লি সেজে মোবাইল চুরি করতো তারা-আটক ৩ - Ekattor Bangladesh TV
May 19, 2025, 2:01 am

মসজিদে মুসল্লি সেজে মোবাইল চুরি করতো তারা-আটক ৩

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Monday, May 9, 2022
  • 329 Time View

চট্রগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে ঈদুল ফিতরের নামাজের জামাত থেকে চুরি করা ১৩টি মোবাইল সহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

 

রোববার (৮ মে) দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-মারুফ হাসান (৩৬), মোঃ ইসমাইল (২৭) ও মোঃ মনছুর আলম (৪৪)।

 

পুলিশ জানায়, রোববার রাতে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মারুফ হাসান (৩৬) নামে একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪টি চোরাই মোবাইল সেট উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে মোঃ ইসমাইল প্রকাশ নিলয় (২৭) এবং মোঃ মনছুর আলমকে (৪৪) আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকেও ৫টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে।

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর বলেন, ঈদের দিন জমিয়তুল ফালাহ মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের পকেট থেকে মোবাইল চুরি করে একটি চক্র। পরে অভিযান চালিয়ে এমন কাজে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। আসামিরা জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।

 

 

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV