কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের নবাগত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতা ও কর্মীরা।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাগুরে স্বেচ্ছাসেবকলীগের অস্থায়ী কার্যালয়ে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো. লিটন সরকারের হাতে ফুল দিয়ে অভিনন্দন জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, রাজমেহার ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো.মোজাম্মেল হক (হুমায়ুন), কুমিল্লা উত্তর জেলার ১০১টিমের সদস্য মো.কামরুল হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. বিল্লাল হোসেন, মোঃ অলিউল্লাহ, মোঃ কাইয়ুম হোসেন, মোঃ দুলাল হোসেন প্রমূখ।
রাজামেহার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. মোজাম্মেল হক (হুমায়ুন) বলেন, কুমিল্লা উত্তর জেলার নব-নির্বাচিত স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিএস সুমন সরকার ও সাধারণ সম্পাদক মো. লিটন সরকারকে অভিনন্দন।
তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, দীর্ঘদিন পর কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটিতে দলের জন্য পরীক্ষীত ও ত্যাগীদের মূল্যায়ন করা হয়েছে।
এ কমিটি পেয়ে তৃণমূল স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীরা আনন্দিত ও উল্লোসিত মোঃ মোজাম্মেল হক হুমায়ুন আরও বলেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লিটন সরকার করোনার ক্রান্তিকালে কুমিল্লা উত্তর জেলায় নিজস্ব অর্থায়নে মানবিক সহায়তা প্রদান এবং কুমিল্লা উত্তর জেলার ১০১ টিম নামে একটি সংগঠনের মাধ্যমে করোনায় মৃতদের লাশ দাফন এবং সৎকার কাজ করে জেলায় ও সমগ্র বাংলাদেশে বেশ আলোচিত হয়েছেন। তার নেতৃত্বে করোনায় আক্রান্তদের চিকিৎসাসেবা, অসহায়দের মানবিক সহায়তা, কৃষকদের পাকা ধান কেটে দেওয়া, মাস্ক স্যানিটাইজার বিতরণ, জনসচেতনতা সৃষ্টিসহ বহু সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। এমন একজন নেতাকে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়ায় আমরা খুবই আনন্দিত।
প্রসঙ্গত, কুমিল্লায় দীর্ঘ বছর যাবত আহবায়ক কমিটির মাধ্যমে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম পরিচালিত হলেও এবারই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ছাত্রনেতা জিএস সুমন সরকারকে সভাপতি এবং আলোচিত করোনা যোদ্ধা ও ত্যাগী ছাত্রনেতা লিটন সরকারকে সাধারণ সম্পাদক করে এ কমিটির অনুমোদন দেওয়া হয়