রাঙ্গামাটির কাপ্তাই লেকে কায়াকিং করার সময় পানিতে ডুবে এক পর্যটকের মৃ*ত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে জেলার বালুখালী স্বর্ণদ্বীপ আইল্যান্ড নামক এক রিসোর্টে এই ঘটনা ঘটে।
নি*হ*তের নাম ইফরাত উদ্দিন (২৬), তিনি পুরন ঢাকা নাজির বাজার এলাকার বাসিন্দা।
ফায়ার সার্ভিস জানায়, নিহত ইফরাত স্বর্ণদ্বীপ আইল্যান্ড নামক রিসোর্টে বন্ধুদের সাথে নিয়ে ঘুরতে যান,শনিবার সকালে ৬ বন্ধু মিলে কায়াকিং করতে কাপ্তাই হ্রদে নামে।
সবাই লাইফ জ্যাকেট পরলেও ইফরাত উদ্দিন পড়েননি। ঘাট থেকে হ্রদের কিছু দূর যাওয়ার পর কায়াকিং বোট ভার*সাম্য হারিয়ে উল্টে গিয়ে ইফরাত ডু*বে যায়।রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. আবুল কালাম জানান, ৯৯৯ এর ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ১ ঘণ্টা চেষ্টায় লা/শ উদ্ধার করে রাঙ্গামাটি কতোয়ালি থানায় হস্তান্তর করে।