আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে, ছাত্রদল এর সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের কুশপুত্তলিকা দাহ করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামিয়া কলেজ ছাত্রলীগ ও ছাত্র-সংসদ।
মঙ্গলবার ২৪মে দুপুর ২ টায় ইসলামিয়া কলেজ চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসানের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ ইমতিয়াজ এর সঞ্চালনায়, উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন,মহানগর ছাত্রলীগের সম্পাদক মন্ডলীর সদস্য শাহরিয়ার হাসান, ইসলামিয়া কলেজ ছাত্র-সংদের ভিপি ফয়সাল সাব্বির, জি এস সৈয়দ ইবনে জামান ডায়মন্ড, এ জি এস নোমান সাইফ, সহ-সভাপতি মিঠুন দাশ, খোকন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত কর্মসূচীতে বক্তারা বলেন,
জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে যখন গোটা জাতি পঞ্চমুখ তখন ছাত্রদলের কতিপয় সন্ত্রাসী আমাদের নেত্রীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কটূক্তি করেছে। আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে বিরুপ মন্তব্য করে সুস্থ থাকবে এমন কোন মায়ের ছেলে বাংলাদেশে নাই। আমরা অতিদ্রুত ছাত্রদলের কুলাঙ্গার সেক্রেটারি জুয়েলকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।
তা নাহলে আমরা ছাত্রলীগের সকল নেতাকর্মীকে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলবো।