মুক্তি সেনার বিজয় লাভে
বাঙালি আজ স্বাধীন জাতি,
বীর শহীদের রক্তের দানে
বাংলাদেশের স্বাধীন খ্যাতি।
চারিদিকে বিজয় উল্লাস
আনন্দ আজ বাংলার ঘরে,
স্বজন হারা শোকে কাতর
বীর ইতিহাস গড়ে মরে।
বিজয় মঞ্চে দাঁড়িয়ে আজ
বিজয়ী গান গাহিয়া যাই,
দুহাত তুলে প্রার্থনা হোক
আত্মার মুক্তি সকলে চাই।
উল্লাস মুখর মন আনন্দে
বিজয় নিশান হাতে ছুটি,
স্বাধীনতার মান রাখিতে
ঐক্যবোধের ঝাণ্ডায় জুটি।
বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান
শৃঙ্খল মুক্তির যুদ্ধে সাজে,
দেশ মাতৃকা রক্ষা করতে
উৎসাহ হোক সবার মাঝে।
দেশ বিজয়ে আমরা মুক্ত
স্বাধীন ভাবে বসত করি,
স্বাধীন দেশে গর্বের সাথে
বিজয় কেতন হাতে ধরি।