1. [email protected] : Administrator :
  2. [email protected] : facfltd :
ভিডিও কলে কাজ করি-হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা - Ekattor Bangladesh TV
October 1, 2025, 8:13 am

ভিডিও কলে কাজ করি-হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা

Reporter Name
  • Update Time : Tuesday, July 15, 2025
  • 30 Time View

জনতার কলামঃএকটি চক্র ইমুতে কাজ করে ও ভিডিও কলে কাজ করে বলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

সূত্র জানায় উক্ত অসাধু চক্রটির রয়েয়ে শত শত ফ্যাক আইডি।

 

উঠতি বয়সের যুবকদের কে টার্গেট করে হাতিয়ে নিচ্ছে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা এবং প্রবাসীরা ও তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

 

প্রতারক চক্রটি টাকার সংখ্য এমন ভাবে বসিয়েছে দেখলে হয়তো অনেকে মনে করবে কোন কোম্পানি!

 

 

প্রতারক চক্রটির লোভনিয় অপারের লিস্ট দেওয়া হলো।
(ইমুতে ভিডিও কল সার্ভিস দিয়ে থাকি।

৫ মিনিট ২০০
১০ মিনিট ৩০০
৩০ মিনিট ৬০০
৬০ মিনিট ১০০০

আগে ২০০ টাকা দিবেন ৫ মিনিট সেম্পল দেখাবো ধোনের মাল আউট হয়ে যাবে,পছন্দ হলে পুরা টাকা দিয়ে কাজ করবেন)

 

সূত্র জানায় তারা বিকাশ এবং নগদে টাকা নিয়ে থাকে।

 

 

সূত্র জানায় সুযোগ বুঝে অনেক যুবককে ব্যালেক মেইল করছে মহিলা চক্রটি এবং তাদের সাথে অনেক পুরুষ ও জড়িত রয়েছে।

 

 

অভিযোগ উঠেছে চক্রটি প্রথমে ২ শত থেকে ৫ শত টাকা নিয়ে থাকে তার পর থেকে শুরু হয়ে যায় একের পর এক প্রতারনা ও ব্যালেকমেইল করা ।

প্রবাসীরা ও তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না।

 

 

প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছে প্রবাসী ও সাধারন মানুষ।

 

 

 

 

ছবি সংগৃহীত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV