1. [email protected] : Administrator :
  2. [email protected] : facfltd :
সিলেটে বন্যার্তদের মাঝে বিএনপি'র রান্না করা খাবার বিতরণ - Ekattor Bangladesh TV
May 21, 2025, 4:09 pm

সিলেটে বন্যার্তদের মাঝে বিএনপি’র রান্না করা খাবার বিতরণ

সিলেট প্রতিবেদক
  • Update Time : Friday, May 20, 2022
  • 270 Time View

সিলেট নগরীর শেখঘাট, কোয়ারপাড়, টিকরপাড়া আখড়া, শেখঘাট পিছরমুখ সহ বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ১২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ মে) বাদ জুমা এসব এলাকায় মহানগর বিএনপি-র আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী’র উপস্থিতিতে খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়।

এসময় সিলেট মহানগর বিএনপি-র নেতৃবৃন্দ বলেন, বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। দেশের সকল সংকটময় সময়ে বিএনপি জনগনের পাশে ছিলো। নেতৃবৃন্দ বলেন, সিলেট জেলা সহ নগরী জুড়ে বন্যায় পানি বন্দী লক্ষ মানুষ।অবিলম্বে বন্যাদূর্গত এলাকায় প্রয়োজনীয় ত্রাণ প্রেরণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহবান জানান তারা।

নেতৃবৃন্দবলেন বিএনপি সহ তার সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বন্যার্তদের পাশে রয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি-র যুগ্ম-আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী, ১২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ছাব্বির আহমদ বাচ্চু, হাজী জাহাঙ্গীর আলম, আব্দুস সামাদ তুহেল, সাজ্জাদ আহমদ, মির্জা রামীম আহমদ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, খালেদ আকবর চৌধুরী, মারুফ আহমদ টিপু, সাকের আহমদ, কামরান হোসেন হেলাল, শাহীন আলী, অমর ফারুক, জুনেদ আহমেদ, তাজ উদ্দিন, তোফায়েল আহমেদ সবুজ, সালাহ উদ্দিন, খছরু আহমদ,শহীদুর রহমান বিপ্লব, লালন মিয়া,

বাচ্চু মিয়া, মন্তাজ মিয়া, জাকির হোসেন প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV