1. [email protected] : Administrator :
  2. [email protected] : facfltd :
সিলেটে রোটারি ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য সেবা প্রদান - Ekattor Bangladesh TV
May 22, 2025, 8:03 am

সিলেটে রোটারি ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য সেবা প্রদান

সিলেট প্রতিবেদক
  • Update Time : Monday, July 10, 2023
  • 426 Time View

রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন ও ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান শাহ জামাল আহমদ এর পরিবারের উদ্যোগে এবং ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ডাক্তার তানবিরুল আরেফিন এর সার্বিক তত্বাবধানে প্রান্তিক জনগোষ্ঠীর মা ও শিশুদের মাঝে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।

 

 

সোমবার সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ওসমানী নগর উপজেলার চিন্তামনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ পি এইচ এফ এর পরিচালনায় দিনব্যাপী স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ডাক্তার তানবিরুল আরেফিন।

 

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. সাকির আহমদ শাহীন।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোজাহারুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবু মহিতোষ মজুমদার, সিলেট জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন আহমদ, ওসমানীনগর প্রেস,মিডটাউন রোটারি ক্লাবের আই পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমাদ উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্কুল কমিটির সহ সভাপতি ফখরুল হাসনাত চৌধুরী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান,

 

ওসমানীনগর উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক হেলাল আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সেবুল আহমদ, বাবু সুজিত দাস, চিন্তামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) মিসেস সুপর্ণা রায়, সহকারী শিক্ষক সুমা বেগম, নিলুফা সুলতানা, হাজী মো. নজরুল ইসলাম, লয়লু খান, আলকাছ আলী মেম্বার, সুলেমান আলী, মুহিবুর রহমান, রুমেল আহমদ, ফরহাদ আহমদ দিপু, আব্দুল হাদি মুক্তা, ফয়সল খান, শাহ শিমুল, জাবেদ শিকদার, কামরান খান, আব্দুস সাত্তার, রাজন মিয়া, মঈনুল হক, জয়বান শিকদার, সেবিনা বেগম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

 

রোটারিয়ান ডাক্তার তানবিরুল আরেফিনের সার্বিক তত্ত¡াবধানে টিমের বিশেষজ্ঞ ডাক্তার নার্সগণ দিনব্যাপী তিন শত রোগীকে চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

 

দিনব্যাপী চিকিৎসা সেবায় সেবা ফার্মেসীর বাবু পঙ্কজ কুমার পালের সার্বিক সহযোগিতায় রোগীদের মাঝে ঔষধ প্রদান করেন ফার্মাসিস্ট সালমান শাহ, শিপু শিকদার, মনোয়ার হোসেন মান্না, রিজান আহমদ সানি, সাইফুল ইসলাম।

 

 

অনুষ্ঠানে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের পক্ষ থেকে বিভিন্ন রোগ প্রতিরোধ ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন আই পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমাদ উদ্দিন ও ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ডাক্তার তানবিরুল আরেফিন প্রমুখ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV