দাগনভূঞায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে।উপজেলার ফাজিলপুর গ্রামে এই ঘটনা ঘটেছে ।
গতকাল ১১ টার দিকে মোঃ মফিজ উদ্দিন (৬৫) নামে ওই অভিযুক্ত বৃদ্ধকে আটক করেছে দাগনভূঞা থানা পুলিশ।
ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগ, পার্শ্ববতী আত্মীয়র ঘরে খেলা করছিলো শিশুটি। এ সময় ঘরে কেউ না থাকার সুযোগে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে।অভিযুক্ত মোঃ মফিজ উদ্দিনের হাতে কামড় দিয়ে নিজেকে রক্ষা করে শিশুটি ।
ঘটনা জানাজানি হলে থানায় লিখিত অভিযোগ করেন শিশুর মা। অভিযোগ পেয়ে বেলা ১১ টার দিকে মোঃ মফিজ উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ ।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান ইমাম, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।