1. [email protected] : Administrator :
  2. [email protected] : facfltd :
সংঘবদ্ধ চক্রটি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে টার্গেট করে ছিনতাই করতো - Ekattor Bangladesh TV
May 21, 2025, 6:28 pm

সংঘবদ্ধ চক্রটি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে টার্গেট করে ছিনতাই করতো

বিশেষ প্রতিবেদক
  • Update Time : Saturday, February 26, 2022
  • 494 Time View

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে ব্যবসায়ীদের টার্গেট করে ছিনতাই করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র । দুপুরে ছিনতাইয়ের পরিকল্পনা ভেস্তে যায় পুলিশের অভিযানে, হাতেনাতে অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশিয় এলজি, ২ রাউন্ড কার্তুজ ও ২টি টিপ ছোরা জব্দ করা হয় ।

 

বুধবার (২৩ ফেব্রুয়ারি) কোতোয়ালীর পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন গণশৌচাগারের পাশে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুমিল্লা জেলার মুরাদনগরের ভাঙ্গানগর মুক্তু মিয়ার বাড়ির মৃত আহসান উদ্দিনের ছেলে মো. আনোয়ার হোসেন(৩৪), নগরের এনায়েতবাজারের কলিম উল্ল্যাহ মাস্টার বাড়ির জহির আহম্মেদ বাবুলের ছেলে বশির আহম্মেদ রনি (৩৫), বরগুনার পুরাঘাটা আমজাদ সিকদারের বাড়ীর মৃত জাহাঙ্গীরের ছেলে মো. আবুল হোসেন সজীব (২৮)।

 

পুলিশ বলছে, রিয়াজউদ্দিন বাজারের ব্যাবসায়ীদের র্টাগেট করে ছিনতাই ও ডাকাতি করার উদ্দেশ্যে পরিকল্পনা করছিল একটি ছিনতাইকারী চক্র। তারা দুপুরে, সন্ধ্যায়, ভোরে স্টেশনের ট্রেন যাত্রী, বাস যাত্রী ও পথচারীদেরকে অস্ত্র দেখিয়ে মোবাইল, নগদ টাকা সহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতো।

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, আমরা সোর্সের মাধ্যমে খবর পাই চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন গণশৌচাগারের পাশে ডাকাতি ও ছিনতাইয়ের পরিকল্পনা করছে একটি ছিনতাইকারী চক্র। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আট জনের মধ্যে তিন জনকে গ্রেপ্তার করি

 

এ সময় তাদের কাছ থেকে ১টি দেশিয় এলজি, ২ রাউন্ড কার্তুজ ও ২টি টিপ ছোরা জব্দ করা হয়। তাদের মধ্য থেকে আনোয়ার হোসেনের (৩৪) বিরুদ্ধে ডবলমুরিং, হালিশহর, কোতোয়ালী ও চাঁন্দগাও থানায় অস্ত্র, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির ১১টি মামলা আছে। বশির আহম্মেদ রনির (৩৫) বিরুদ্ধে কোতোয়ালী থানায় অস্ত্র আইন ৪টি মামলা আছে। আবুল হোসেন সজীবের (২৮) বিরুদ্ধে কোতোয়ালী ও বরগুনা জেলার বরগুনা সদর থানায় অস্ত্র সহ দণ্ডবিধি আইনে ৩টি মামলা রয়েছে।

সূত্র জানায় তাদের তিনজনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV