1. [email protected] : Administrator :
  2. [email protected] : facfltd :
১২ কোটি টাকা হাতিয়ে নিলো তারা - Ekattor Bangladesh TV
October 6, 2025, 4:15 am

১২ কোটি টাকা হাতিয়ে নিলো তারা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Tuesday, April 12, 2022
  • 317 Time View

ডেভেলপার ব্যবসার নামে ১২ কোটি টাকা হাতিয়ে নেওয়া পোর্ট সিটি বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মুহিব খান ও তার স্ত্রী দিলশাদ বেগমকে গ্রেপ্তার করেছে আকবর শাহ থানা পুলিশ। তারা বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন।

 

 

 

সূত্র জানায় মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা দেড়টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার শীতলপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. মুহিব খান আকবর শাহ এলাকার পূর্ব ফিরোজশাহ্ কলোনীর মুজিব খানের ছেলে ও তার স্ত্রী দিলশাদ বেগম।

 

 

 

পুলিশ বলছে,মুহিব খান ও তার স্ত্রী আবাসনের ব্যবসা করতেন। ব্যবসায় প্লট ও ফ্ল্যাট নির্মাণের জন্য ইসলামী ব্যাংক লিমিটেড থেকে ১২ কোটি টাকা ঋণ গ্রহণ করেন। পরবর্তীতে বিভিন্ন কিস্তিতে ঋণের টাকা পরিশোধ না করায় চেকের বিপরীতে ব্যাংক কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করে। পরে আদালত দুইজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন বলেন, মো. মুহিব খান ও তার স্ত্রী দিলশাদ বেগম ডেভেলপার ব্যবসা করতেন। তারা ব্যাংকের টাকা পরিশোধ না করে বেশ কিছুদিন ধরে আত্মগোপনে ছিলেন। মুহিব খানের ৬টি সাজা পরোয়ানার মধ্যে ২টি সাজা পরোয়ানায় ১ বছর ১০ মাস এবং ২৩ লাখ ৫২ টাকা জরিমানার কথা উল্লেখ আছে। এছাড়া দিলশাদ বেগমের ২টি সাজা পরোয়ানায় ১ বছর ১০ মাসের সাজার কথা উল্লেখ আছে।

 

 

 

 

 

 

 

 

 

দুইজনকে গ্রেপ্তারি পরোয়ানা মূলে আদালতে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV