1. [email protected] : Administrator :
  2. [email protected] : facfltd :
সাংবাদিকরা চাইলে সমাজের জন্য ভূমিকা রাখতে পারে:শিরীণ - Ekattor Bangladesh TV
May 21, 2025, 6:59 pm

সাংবাদিকরা চাইলে সমাজের জন্য ভূমিকা রাখতে পারে:শিরীণ

বিশেষ প্রতিবেদক
  • Update Time : Wednesday, April 13, 2022
  • 406 Time View

সংবাদপত্র কিন্তু জাতির দর্পণ- সাংবাদিকরা চাইলে সমাজের জন্য বিশাল ভূমিকা রাখতে পারে বলে মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

 

 

 

 

বুধবার (১৩ এপ্রিল) বিকাল পাঁচটায় নগরীর জিইসি মোড়স্থ ইফকো জামান সেন্টারে অনুষ্ঠিত সাংবাদিক সমিতির (চবিসাস) ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

 

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. শহীদুল হক।

 

 

বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, সাংবাদিক সমিতির ইফতার মানেই একটা মিলনমেলা। সিনিয়র সাংবাদিকবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণ দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। এটাই রমজানের শিক্ষা। আমরা সবাই মিলে চেষ্টা করলে সমাজ, দেশ এবং জাতিকে এগিয়ে নিতে পারবো।

 

 

 

এসময় আরো বক্তব্য রাখেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ও আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক মাধব চন্দ্র দাস, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম।

 

 

 

সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, প্রতি বছর সাংবাদিক সমিতি ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। এটার মাধ্যমে আমাদের সাবেকদের সাথে ক্যাম্পাসের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দের একটা মেলবন্ধন তৈরি হয়। এসময় উপস্থিত সকলকে তিনি ধন্যবাদ জানান।

 

 

ইফতার মাহফিলে সমিতির সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সিনিয়র সাংবাদিক, শাখা ছাত্রলীগ, ছাত্রদল ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন৷ এছাড়া মাহফিলে সমিতির সাবেক-বর্তমান সদস্য, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 

বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. শহীদুল হক।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV