1. [email protected] : Administrator :
  2. [email protected] : facfltd :
কুমিল্লাতে কাতার চ্যারিটির অর্থায়নে ১৮ লক্ষ টাকার ইফতার বিতরণ - Ekattor Bangladesh TV
May 19, 2025, 11:24 pm

কুমিল্লাতে কাতার চ্যারিটির অর্থায়নে ১৮ লক্ষ টাকার ইফতার বিতরণ

কুমিল্লা প্রতিনিধি
  • Update Time : Sunday, April 17, 2022
  • 418 Time View

কুমিল্লার দেবীদ্বারে খুরুইল বুটিয়াকান্দি দরবার শরীফে আয়োজিত কাতার চ্যারিটির অর্থায়নে ৫৫০ জন এতিম শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে ১৬ টন মোট ১৮ লক্ষ টাকার ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে চাউল, সয়াবিন তেল,ডাল,ছোলা,লবন,চিনি, খেজুরসহ ৭ রকমের খাদ্য সামগ্রী ছিল।

 

 

 

খুরুইল বুটিয়াকান্দি দরবার শরীফের পীর ড. শাহ মোঃ এনামুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান,

 

 

বিশেষ অতিথির বক্তব্যে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন,দেবীদ্বারের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে আপনারা থানা পুলিশকে সহযোগিতা করবেন৷ দেবীদ্বার উপজেলায় প্রায় পাঁচ লক্ষাধিক মানুষের বসবাস, বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশ পুলিশ সেবা দিয়ে যাচ্ছে । আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, সুনির্দিষ্ট তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করার জন্য।

 

 

 

প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে খুরুইল বুটিয়াকান্দি দরবার শরীফে আয়োজিত কাতার চ্যারিটির অর্থায়নে মোট ১৮ লক্ষ টাকার ১৬ টন ইফতার সামগ্রী ৫৫০ জন এতিম শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বিতরণ করা নিত্যান্তই আল্লাহকে খুশি করার কাজ। এইখানে একটি সুন্দর প্রতিষ্ঠানের হওয়ায় এতিম শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে অত্র প্রতিষ্ঠানটির পীর ড. শাহ মোঃ এনামুল হক। তিনি আরো বলেন এ প্রতিষ্ঠানটির মধ্যে পানির সমস্যার সমাধানে তিনি সমাধান করার চেষ্টা করবেন এবং সকলকে পাশে থেকে সহায়তা করার জন্য পরামর্শ দেন।

 

 

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলমগীর কবির, দেবীদ্বার প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইকবাল হোসেন রুবেল, যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, সাংবাদিক বিল্লাল হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগন ।

 

 

 

 

 

অতিথিগন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণের সামনেই ইফতার সামগ্রী বিতরণ শেষে খুরুইল বুটিয়াকান্দি দরবার শরীফের পীর ড. শাহ মোঃ এনামুল হক দোয়া ও মোনাজাত শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV