1. [email protected] : Administrator :
  2. [email protected] : facfltd :
চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ডাকাতি করতো তারা,অবশেষে গ্রেপ্তার - Ekattor Bangladesh TV
May 18, 2025, 12:51 am

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ডাকাতি করতো তারা,অবশেষে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Sunday, May 29, 2022
  • 425 Time View

চট্টগ্রাম নগরীর বায়েজিদের আরেফিন নগরের ড্রাম গেইট সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে দেশিয় অস্ত্রসহ ১০ ডাকাতকে গ্রেপ্তার করেছে সিএমপির গোয়েন্দা বিভাগ।

 

শনিবার (২৮ মে) রাত দেড়টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে গ্রীল কাটার মেশিন, কিরিচ, রামদা, ধামা, কোরাবাড়ি, টর্চলাইট সহ মোট ৯টি দেশিয় অস্ত্র জব্দ করা হয়।

 

গ্রেপ্তার হলেন-আবুল কাসেম (৪৫) রাসেল (৩২) সাবু (৪৩) নুরু (৪৭) মো. আলমগীর (৫২) মো. আবু তাহের (৬৫) মনির আহম্মদ (৪০) মো. মামুন অরফে নাহিদ (৩০) মো. সিরাজ মাঝি (৫৭) মো. সুজন হোসেন (২৫)।

 

পুলিশ জানায়, দলের প্রধান আবুল কাসেম সহ বাকি ৯ জন সংঘবদ্ধ হয়ে দীর্ঘ সময় চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। সর্বশেষ শনিবার (২৮ মে) হাটহাজারী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

 

সিএমপি উপ-পুলিশ কমিশনার ডিবি (উত্তর) আলী হোসেন বলেন, এরা প্রধানত শহরের বাইরের দিকে ডাকাতি করে। বিভিন্ন গ্রামে ও আন্তঃজেলার বিভিন্ন রাস্তায় সাধারনণ মানুষকে জিম্মি করে লুট করতো।

সূত্র জানায় গ্রেপ্তার ১০ জনের মধ্যে ৫ জনের নামে চট্টগ্রামের বিভিন্ন থানার চুরি, অস্ত্র ও মাদক সহ বিভিন্ন মামলা রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV