অপরূপ টিভির চেয়ারম্যান জিন্নাত আলীর মাতা জাহানারা বেগম এর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।এতে গণমাধ্যমকর্মী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নেতারা সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
জিন্নাত আলীর মাতা জাহানারা বেগম ২৩শে মার্চ রাত আনুমানিক ৯.৩০ মিনিটে মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সরাইপাড়া আশরাফ আলী রোড় ভোলা জমিদারের বাড়ির মৃত রিয়াজত আলী (ভোলা) স্ত্রী জাহানারা বেগম দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন।
তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ ০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তিনি ৪ ছেলে ৩ মেয়ে রেখে গেছেন।