প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে চাঁদা দাবির ঘটনায় তিনজন কুখ্যাত চাঁদাবাজ গ্রেফতার।
২ মার্চ ২০২২ইং RAB-9 এর একটি চৌকস আভিযানিক দল, একজন প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে চাঁদা দাবির ঘটনায় তিনজন কুখ্যাত চাঁদাবাজ কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছেন
১. মইন মিয়া (৪৫) , পিতা- মৃত সফু মিয়া
২. জালাল মিয়া (৩২), পিতা- মনু মিয়া
৩. মামুন মিয়া (২৮), পিতা-মনির আলী
সকলের ঠিকানা- সৈয়দপুর, শাহপরান।
উল্লেখ্য যে, সিলেট শহরের শাহপরান থানাধীন অন্যতম প্রবাসী অধ্যুষিত এবং শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খ্যাত মেজরটিলা এলাকায় একটি সঙ্ঘবদ্ধ চাঁদাবাজ চক্রের মূল হোতা জালাল এর নেতৃত্বে চাঁদাবাজি সহ নানাবিধ অপরাধ মূলক কার্যক্রম চালিয়ে আসছে।
বিভিন্ন প্রবাসী সহ স্থানীয় মানুষ কে বাসাবাড়ি তৈরীতে বাধা দিয়ে মোটা অংকের চাঁদা আদায় করাটাই এদের মূল পেশা। জালাল গ্রুপের দীর্ঘদিনের বেপরোয়া অপরাধ কার্যক্রম, মেজরটিলা এলাকার জনমনে স্থায়ী আতঙ্ক বিরাজ করছে। জালাল বাহিনী তথা যেকোনো সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। দুষ্টের দমন এবং শিষ্টের পালনে র্যাব প্রতিজ্ঞাবদ্ধ। র্যাবকে তথ্য দিয়ে অপরাধ দমনে ভূমিকা রাখুন।মেজরটিলা এলাকার ভুক্তভোগীদের পাশাপাশি সাধারণ মানুষ র্যাবের এই অভিযানের প্রতি সমর্থন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ অব্যাহত রেখেছেন ।
কুখ্যাত এই চাঁদাবাজদের পূর্ববর্তী বিস্তারিত অপরাধের কার্যক্রম উল্লেখ করা হল।
মঈন এর নামে মামলা সমূহ:
১)শাহপরান রহঃ থানা এফআইআর নং ১৬/১৬
তারিখ ২৩-০১-২০১৯,
১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩৫৪/৩৫৯/৫০৬/১১৪
২)শাহপরান রহঃ থানা এফআইআর নং. ০৬/৪৪
তারিখ ০৭-০৩-২০১৭,
১৪৩/৩৪১/৩০৭/৩২৩/৩২৫/৩৭৯/৫০৬ প্যানাল কোড:১৮৬০ তৎসহ ০৭/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩।
৩)কোতোয়ালি জি আর নং ১৩৮/২২
ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩৭৯
৪)শাহপরান থানা মামলা নং ১০/৪০ ধারা ১৪৩/৩৮৫/৫০৬
জালাল এর নামে মামলা সমূহঃ
১)শাহপরান থানা মামলা নং ১০/৪০ ধারা ১৪৩/৩৮৫/৫০৬
২)শাহপরান রহঃ থানা এফআইআর নং ১৬/১৬
তারিখ ২৩-০১-২০১৯,
১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩৫৪/৩৫৯/৫০৬/১১৪
৩)শাহপরান রহঃ থানা এফআইআর নং. ০৬/৪৪
তারিখ ০৭-০৩-২০১৭,
১৪৩/৩৪১/৩০৭/৩২৩/৩২৫/৩৭৯/৫০৬ প্যানাল কোড:১৮৬০ তৎসহ ০৭/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩।
৪)কোতোয়ালি জি আর মামলা নং
১৩৮/২০২২
ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩৭৯
৫)শাহপরান জি আর ৫৮/২০২০
ধারা ১৪৩/৩২৩/৩৪১/৩২৪/৩০৭/৩৭৯/১১৪/৫০৬ দঃবি,
৬)শাহপরান জি আর ০৩/২০২২
ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩৮০/৩৫৪/৪২৭/৫০৬/৩৪
৭)শাহপরান জি আর ২৪/২২
ধারা ৪৪৭/৩৮৫/৫০৬/৩৪ দঃবি,
জালাল এর নামে শাহপরান রহঃ থানার জিডি সমূহঃ
১)জিডি নং ৭৮৭ তারিখ ০৮/০৭/১৯
২)জিডি নং ১০৯৯ তারিখ ১৯/১০/১৯
৩)জিডি নং ৬৬২ তারিখ ১২/০৬/২১/
৪)জিডি নং ২৬২ তারিখ ০৫/১২/২১
৫)জিডি নং ১১১/২১
তারিখ ০২/০১/২১
৬)জিডি নং ২০৫
তারিখ ০৪/০১/২০২২
৭)জিডি নং১৬১৩ তারিখ ২৯/০১/২২
বিজ্ঞপ্তি।