ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে দাগনভূঞা উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (৭মার্চ) স্থানীয় আতার্তুক মিজান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শহীন মুন্সী,
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম, পল্লী বিদ্যুৎ ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা পেয়ার আহমেদ,
দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, শিক্ষার্থী আবদুল্লাহ আল লাবিব ও প্রিয়ন্তী রাণী ভৌমিক।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিগণ ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শেষে চিত্রাঙ্কন, রচনা, কবিতা আবৃত্তি ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অথিতিরা।