1. [email protected] : Administrator :
  2. [email protected] : facfltd :
সিএনজি সহ ৩৮ বোতল ফেনসিডিল নিয়ে পুলিশের হাতে আটক - Ekattor Bangladesh TV
May 23, 2025, 10:26 am

সিএনজি সহ ৩৮ বোতল ফেনসিডিল নিয়ে পুলিশের হাতে আটক

ফেনী প্রতিনিধি
  • Update Time : Sunday, February 27, 2022
  • 386 Time View

রবিবার ২৭ ই ফেব্রুয়ারী ২০২২ইং দুপুর ১১.৫০ ঘটিকার সময়ে দাগনভূঁঞা থানাধীন ভাষা শহীদ সালাম নগর গ্রামের ফেনী টু নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপর মাতুভূঁঞা ব্রীজের সামনে চেকপোষ্ট পরিচালনা করে নোয়খালী সেনবাগ গামী একটি সিএনজি ও আসামী জাফর(৩৬) গ্রাম- উত্তর দৌলতপুর, থানা- ফুলগাজী, জেলা -ফেনী।

সূত্র জানায় ৩৮ বোতল ফেন্সিডিল সহ আটক করে দাগনভূঁঞা থানা পুলিশ।

আসামী মাদক ফেন্সিডিল নিজ হেফাজতে রেখে এবং সিএনজি যোগে বহন করে নোয়াখালী সেনবাগ এলাকার দিকে যাচ্ছিল মর্মে স্বীকার করে।

পুলিশ জানায় আসামীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অফিসার ইনচার্জ হাসান ইমাম জানান যদি সুশীল সমাজ ও সকল দলের নেতৃদ্বয় সহযোগিতা করেন।- আমি দাগনভুঁইয়া কে ১০০ ভাগ মাদক মুক্ত উপজেলা হিসাবে মডেল করে সমগ্রহ বাংলাদেশকে দেখিয়ে দিবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved
Theme Customized By LiveTV