মহান বিজয় দিবস উপলক্ষে ১৬নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধাদের মরনোত্তর সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, মরহুম বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, মরহুম বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিন আহমদ, মরহুম বীর মুক্তিযোদ্ধা শেখ ফারুক ও মরহুম বীর মুক্তিযোদ্ধা নাজমুল হোসেন এহিয়া এর পবিারের সদস্যদের হাতে সম্মানা স্মারক প্রদান করেন ১৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ফয়জুল হাসান এবং বিজয়ের কথা নামে একটি সংকলন এর মোড়ক উন্মোচন করা হয়।
আবদুল মোমিন এর সভাপতিত্বে ও হাসিম রেজার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক মহানগর কমান্ডার ভবতোষ বর্মন রায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা কাউন্সিলর শাহানারা বেগম ও বীর মুক্তিযোদ্ধা দীপংকর চক্রবর্তী ।
আরো বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আখতার হোসেন,এম এ মতিন, সওদাগরটুলা সমাজকল্যাণ সংস্থার সভাপতি দিলওয়ার হোসেন, আলী হোসেন হাসনু, পীর মোহাম্মদ আলী মিলন, বিপ্লব পাল,আবুল ফজল খোকন।
এছাড়াও উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।